ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
তেঁতুলিয়ায় শুরু হয়েছে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট॥উদ্বোধন করলেন এমপি
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১০-০৫ ০৩:২৮:৩১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তেঁতুলিয়ায় শুরু হয়েছে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
 গতকাল ৪ঠা অক্টোবর বিকালে তেঁতুলিয়া সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মোবাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
 তেঁতুলিয়া সমাজ কল্যাণ সমিতির ফুটবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বক্তব্য রাখেন।
 টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তেঁতুলিয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি নাজমুল হুসাইন কামাল ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রতন।
 উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, দেশে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা চর্চার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার হাত ধরেই দেশের খেলাধুলার এতো উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমাদের দেশের ফুটবলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, তাকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
 উদ্বোধনী খেলায় রাজবাড়ী একাদশ বনাম কালুখালী একাদশ মুখোমুখি হয়। এতে কালুখালী একাদশ ৩-০ গোলে বিজয়ী হয়।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ