ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
আহলাদীপুর হাইওয়ে থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-০৬ ১৪:২৭:১২

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যওক সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গতকাল ৫ই অক্টোবর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
 আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আহলাদীপুর কমিউনিটি পুলিশের সভাপতি ফজলুল হক, রাজবাড়ী সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক সানাউল্লাহ বিশ্বাস, খানখানাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
 তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
 অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও মটর শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ