ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দিতে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১০-০৬ ১৪:২৯:৫৬

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে গতকাল ৫ই অক্টোবর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সকালে র‌্যালীটি বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
 আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল মাজেদ বক্তব্য দেন।
 অপরদিকে বৃষ্টি উপেক্ষা করে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে র‌্যালী করে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ