ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১০-০৭ ০১:৩৩:৪৪

“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষে গতকাল ৬ই অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, থানা প্রতিনিধি এসআই টিটুল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।
 এ সময় বিভিন্ন ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ