ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-১০-০৭ ০১:৪০:১৫

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতার টাকা পৌছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের জনগণের ব্যবহৃত মোবাইলে। ঝরে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য পাচ্ছে উপবৃত্তি। পদ্মা সেতু নির্মাণ, মেট্টোরেল চালু, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণসহ বর্তমান সরকারের অগণিত উন্নয়নে দিন দিন আলোকিত হচ্ছে গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলের জনগণ।  
 গতকাল ৬ই অক্টোবর বিকালে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 তিনি আরো বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণকেই কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
 বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী লুৎফর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ নাজির হোসেন, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ শেফালী খাতুন, বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হাই সরদার, সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, বিশিষ্ট সমাজসেবক ও জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সস্পাদক হাবিবুর রহমান হাবিব উঠান বৈঠকে সঞ্চালনা করেন।

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ