ঢাকা বুধবার, মে ১, ২০২৪
গোয়ালন্দ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-০৯ ১৫:২৩:১৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।
 গতকাল ৮ই অক্টোবর সকালে উজানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক।
 এ সময় এমওডিসি ডাঃ রুহুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলাকালে গোয়ালন্দ উপজেলায় ৮ থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত (পথশিশু, কর্মজীবি শিশু, বিদ্যালয় হতে ঝরে পড়া) সকল শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

 

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ