রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই অক্টোবর দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মর্শিদুর রহমান বুলু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহীন্দ্র কুমার মন্ডল।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) অঞ্জলী রানী প্রামানিক, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান গগন, মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও মোঃ আঃ লতিফ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে জেলা শিক্ষা অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহীন্দ্র কুমার মন্ডল বলেন, প্রত্যেক শিক্ষকদের দক্ষ ও স্মার্ট হতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যাতে শ্রেণী কক্ষে বাংলা ও ইংরেজি সুন্দর ও সাবলীলভাবে পড়তে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ১ থেকে ১০ এর ঘর পর্যন্ত নামতা শেখানো এবং গুণ এর ক্ষেত্র চিহ্ন নির্ণয় শেখাতে হবে। সর্বোপরি তিনি শিক্ষকদের সাথে কাজ করতে ভালো লাগার কথা অভিমত ব্যক্ত করে টিও এটিওদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার কথা বলেন। এছাড়াও কোন বাচ্চাদের পড়া লেখা না শিখিয়ে পরের ক্লাসে উঠানো নিষেধ করেন। পড়ালেখার ব্যাপারে কোন শিক্ষককে ফাঁকি না দেওয়ার বিশেষ আহবান জানান তিনি।