রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামানিককে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ৮ই অক্টোবর বিকালে উপজেলা কৃষক লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ৭ই অক্টোবর রাজবাড়ী জেলা কৃষকলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িক অব্যাহতি প্রদান করে।
এ সম্পর্কে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা বলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন যৌথ স্বাক্ষরে গত ৫ই অক্টোবর উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে ফেসবুকে পোষ্ট দেয়। এক্ষেত্রে তারা আমাকে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে পাশ কাটিয়ে যায়। এতে দলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জেলা কমিটির কাছে অভিযোগ করা হলে তারা হাবিবকে সাময়িক অব্যাহতি প্রদান ও শাহিনকে সতর্ক করে দেয়।
এ অবস্থায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য উপজেলা কৃষক লীগের জরুরী সভায় সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামানিককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অব্যাহতি পাওয়া সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, তাকে অসাংগঠনিক ভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন।
তিনি আরো জানান, সংগঠনকে গতিশীল করতে মেয়াদ উত্তীর্ণ দুটি ইউনিয়ন কমিটি তিনি বিলুপ্ত করেন। এ বিষয়ে সাধারন সম্পাদককে অনেকবার বললেও তিনি কথা শুনেননি। তাই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের সহযোগিতা নিয়েছেন। এতে তিনি কোন ভুল করেননি বলে দাবী করেন।