জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল ৯ই অক্টোবর রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও তামাক কোম্পানী বেপরোয়া” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার বাস্তবায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্তী, এনজিও সমন্বয়ক শাজাহান সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক ও সাংবাদিক সনজিৎ দাস প্রমুখ বক্তব্য দেন।
মূল প্রবন্ধ পাঠ করেন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন।