ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
খানখানাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিয়াচর চ্যাম্পিয়ন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১০ ০৩:৩০:৩৯

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন খানখানাপুর ক্রীড়া একাদশ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ৯ই অক্টোবর বিকাল ৪টায় খানখানাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
 ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী বনাম বালিয়াচর ফুটবল একাদশ খানখানাপুর একে অপরের মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বালিয়াচর ফুটবল একাদশ খানখানাপুর ৪-১ গোলে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
 এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্লা, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লাল, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মামুনুুর রশিদ, আতিক আল আলমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 ফাইনালে চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকাসহ ট্রফি এবং রানারআপ দলকে নগদ ২০ হাজার টাকাসহ ট্রফি দেওয়া হয়।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ