ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দৌলতদিয়া ও উজানচরে সামাজিক সম্প্রীতি সমাবেশ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১০ ০৩:৩২:০৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 গত ৮ই অক্টোবর দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দৌলতদিয়া বাজার পূজা মন্ডপের সামনে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
 দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ মোহন মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া পূজাম-প কমিটির সভাপতি রঞ্জিত কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক রমেশ মাষ্টার, ইউপি সদস্য মোঃ কাশেম শেখ, মোঃ আয়ুব আলী, মোঃ গফুর, জামাল মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার ও আয়েশা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 পরে উজানচর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
 এতে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
 এ সময় উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামছু মন্ডল, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হোসেন প্রামনিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।
 তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ