ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ীতে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম উপলক্ষে সংবাদ সম্মেলন
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১০-১০ ০৩:৩৬:১৬

 “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ূর মুখ ক্যানসার রুখে দিন” এ শ্লোগানে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জেলা পর্যায়ে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম উপলক্ষে গতকাল ৯ই অক্টোবর দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 সংবাদ সম্মেলনে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, বিশ্বস্বাস্থ্য সংস্থা বিভাগের চিকিৎসক ডাঃ মুশফিকুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, এইচপিভি টিকা নিলে বেষ্ট ক্যানসার ও জরায়ূর মুখের ক্যানসার থেকে রক্ষা পাওয়া যাবে। রাজবাড়ীতে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীসহ ৬০ হাজার ৪শত ৭৩ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হবে।

 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ