ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
মিজানপুরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা মূলক সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-১২ ০০:২১:১২

 রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা পদ্মা নদীর পাড়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
 গতকাল ১০ই অক্টোবর বিকালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে উক্ত সচেতনতা সভার আয়োজন করা হয়।
 ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষে আগামী ১২ই অক্টোবর হতে ২রা নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।
 রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান উপস্থিত জনগণকে সচেতন করতে বক্তব্য রাখেন ও তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
 এ সময় জেলা সরকারী মৎস্য খামার কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, জেলা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা বনি আমিন পিয়াস, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মোঃ ইয়াকুব আলীসহ স্থানীয় মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
 জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ইলিশ মাছের এখন প্রজনন মৌসুম চলছে। আগামী ১২ই অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ ধরা নিষেধ। এই প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞ অমান্য করে কেউ মাছ ধরিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সময়ে মাছ ধরা, ক্রয় বিক্রয় করা, মজুদ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ