রাজবাড়ী শহরের হাসপাতাল সড়কে ২নং বেড়াডাঙ্গা মোড়ে আরএফএল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১১ই অক্টোবর দুপুরে ডুরাবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ তৌকিরুল ইসলাম শোরুমটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের ডিজিএম শামসুজ্জামান, শোরুমটির প্রোপাইটার মোঃ শিহাব মোল্লা, পরিচালক আব্দুল রাজ্জাক মোল্লা, যমুনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফাজ্জেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
শোরুম উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রহিমুন্নেছা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলাউদ্দিন মিলাদ মাহফিল পরিচালনা করেন। পরে ফিতা ও কেক কেটে শোরুম উদ্বোধন করা হয়।