ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
জেলা প্রাথমিক শিক্ষা সাংস্কৃতিক ‘পরিমন্ডল’ রাজবাড়ী এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-১২ ১৫:৩৬:৪৬

“আমরা শিখি, আমরা শেখাই- শিক্ষা নিয়ে জীবন সাজাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা সাংস্কৃতিক ‘পরিমন্ডল’ এর উদ্যোগে গতকাল ১২ই অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
 জেলা প্রথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল ও জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পরিকল্পনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী ও অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা প্রথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস প্রমুখ বক্তব্য রাখেন। 
 এ সময় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের অন্যান্য সদস্যগণ, আমন্ত্রিত অতিথিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
 বক্তব্য শেষে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিসহ জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যগণের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ