ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-১২ ১৫:৩৭:৫৫

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ১২ই অক্টোবর আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে দুপুরে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া প্রদর্শন ও দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী ও অন্যান্য অতিথিদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক। 

 এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তাগণ দেশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ও ভবিষ্যত প্রজন্মকে এই সকল দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হবে সে সব প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ