ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
অসময়ে রাজবাড়ীতে ঘন কুয়াশা
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১০-১৩ ১৫:৩৬:৫২

ঋতু পরিক্রমায় এখনও শুরু হয়নি শীত মৌসুম। কিন্ত শীতকাল না শুরু হলেও রাজবাড়ীতে ঘন কুয়াশা পড়া শুরু হয়েছে। গতকাল ১৩ই অক্টোবর ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত রাজবাড়ী রেলষ্টেশন, পাংশা ও গোয়ালন্দের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়ার এমন চিত্র দেখা যায়। ঘন কুয়াশার চিত্র দেখা গেছে। ঘন কুয়াশার মধ্যে ট্রেনে করে ছুটির দিনে অনেক মানুষকে প্রিয়জনের বাড়ীতে বেড়াতে যেতে দেখা যাচ্ছে।
 রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়ার আন্ধার মানিক গ্রামের কৃষক রেজাউল সেখ বলেন, এ মাসের মধ্যে আজকে সবচেয়ে বেশি কুয়াশা দেখা যাচ্ছে। অসময়ে এই কুয়াশার কারনে সবজি ক্ষেত ভাল হলেও বেশি দামের মরিচের ক্ষেতে এ ঘন কুয়াশায় দারুন প্রভাব পড়বে। এছাড়াও ক্ষেতে লাগানো আমন ধানের ফুলে কুয়াশা পড়ায় ধানের অনেকটাই ক্ষতি হবে।
 রাজবাড়ী থেকে ট্রেনে করে পাংশার মাছপাড়া যাওয়া যাত্রী আঞ্জুমান আরা বলেন, বাবার বাড়ীতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তাই ছেলেকে নিয়ে এই ঘন কুয়াশার মধ্যে যেতে হচ্ছে। অন্যান্য দিনের থেকে আজকে খুব বেশি কুয়াশা পড়েছে বলে জানান তিনি।
 গোয়ালন্দের স্কুল শিক্ষক রোকন উদ্দিন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশা। ঘন কুয়াশায় আশে পাশের কিছুই দেখা যাচ্ছেনা। অসময়ে এমন ঘন কুয়াশা আগের দিনগুলোতে দেখিনি।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ