ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
পাংশায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলা আসামী র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১০-১৪ ১৭:১০:৩১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুজানগর এলাকা থেকে গতকাল ১৪ই অক্টোবর লিটন(২৯) নামে ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে সুজানগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন পাংশা থানার মামলা নং-১৭, তাং-২৬/০৯/২০২৩ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১)/৩০ এর এজাহারভূক্ত একমাত্র প্রধান আসামী।
 গত ৮ই সেপ্টেম্বর বিকালে পাংশা উপজেলার হাবাসপুর গ্রাম থেকে ভিকটিমকে লিটন অপরাপর সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাংশা থানায় ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে সে আত্মগোপনে ছিল।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারের পর তাকে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ