ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
কালুখালীতে শেখ রাসেল দিবস উপলক্ষে কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা
  • ফজলুল হক
  • ২০২৩-১০-১৫ ১৬:৫৫:২৬

শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৫ই অক্টোবর উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।
 প্রতিযোগিতায় প্রধান বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অঞ্জলি রানী প্রামানিক। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মর্শিদুর রহমান, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক, শিক্ষক অশোক কুমার প্রামানিক ও মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ৩জন ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩জন মোট ৬জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

 

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ