ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে ২৮ জন অসহায় পরিবারের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৫ ১৬:৫৭:৩২

রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কর্তৃক প্রদত্ত এবং জাতীয় সংসদ সচিবালয় হতে প্রাপ্ত ঐচ্ছিক তহবিলের অনুদান পেয়েছেন ২৮জন অসহায় মানুষ।
 গতকাল ১৫ই অক্টোবর বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
 এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগম ও দেবগ্রাম ইউপির চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৮ জন অসহায়দের মাঝে ১ লক্ষ ২৫ টাকার টাকার চেক বিতরণ করা হয়।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ