রাজবাড়ীতে সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর থেকে জেলা পর্যায়ের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে।
সকালে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের উপর পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন এসআইএমও ডাঃ মোঃ রাশিদুল বারী।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ ভ্যাকসিনেশন কার্যক্রমের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের নারীদের জরায়ুমুখ ক্যান্সার জনিত মৃত্যু হার কমিয়ে আনতে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রী ও কিশোরীরা যাতে এই কার্যক্রমের আওতার আসে সে বিষয়টি খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।
উল্লেখ্য যে, রাজবাড়ী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৪ বছর বয়সী ৫ম থেকে ৯ম শ্রেণী পড়–য়া সকল নারী শিক্ষাথীদের আগামী ২রা নভেম্বর পর্যন্ত বিনামূল্যে এই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ২রা নভেম্বরের পর এইচপিভি ভ্যাকসিনের আওতায় না আসা ১০ থেকে ১৪ বছর বয়সী নারীদের কমিউনিটি ক্যাম্পিং এর মাধ্যমে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।