ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দৌলতদিয়ায় চাঁদখান পাড়া সরকারী প্রাথমিক স্কুলে এইচপিভি টিকা প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৭ ২৩:৫৩:৪৮

 “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন”-এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এইচপিভি টিকা প্রদান করা হয়েছে।
 গতকাল ১৬ই অক্টোবর দুপুরে দৌলতদিয়া চাঁদখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এ টিকা দেওয়া হয়।
 এ সময় টিকা গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) মোঃ রফিকুল ইসলাম, চাঁদখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ শামীম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
 টিকা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ মোশারফ হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক হারুন অর রশীদ ও দৌলতদিয়া চরকর্ণেশন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনোয়ারা বেগম।
 টিকাদান কার্যক্রম সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচী কার্যক্রম অত্যন্ত প্রশংসার দাবী রাখে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রমের আওতায় গোয়ালন্দ উপজেলায় ১০-১৪ বছর বয়সী ৬ হাজার ৭৭৩ জন কিশোরীকে এ টিকার আওতায় আনা হবে। আজ দৌলতদিয়া চাঁদখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০জন কিশোরীকে এ টিকা দেয়া হয়েছে।
 এর আগে গত ১৫ই অক্টোবর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ