হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের ফরিদপুর অঞ্চলের পুলিশের শ্রেষ্ঠ এসআই’র পুরস্কার পেয়েছেন রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার এস.আই এম আল মামুদ।
গতকাল ১৬ই অক্টোবর সকালে ফরিদপুরে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, গত সেপ্টেম্বর মাসে সড়কে বিভিন্ন মামলা, সচেতনতা মূলক সভা, বিভিন্ন উদ্ধার তৎপরতাসহ মহাসড়কে দূর্ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থার কাজে সফলতা অর্জন করায় হাইওয়ে মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এ সেরা এসআই নির্বাচিত হন এসআই আল মামুদ।
মাসিক কল্যাণ সভায় হাইওয়ে মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান, মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, করিমপুর হাইওয়ে থানার ওসি মোঃ শহিদুর রহমানসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসআই নিঃ এম আল মামুদ বলেন, আমাদের পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায়, আমি চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য। এই সম্মাননা আমার কাজের গতি আরো বাড়িয়ে দেবে।