রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬ই অক্টোবর দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৬০৫ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে এ চাল বিতরণ করা হয়।
চাউল বিতরণ কার্যক্রমে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউপি সচিব মোঃ মিন্টু, উপজেলা সহকারী অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ট কৃষ্ণ লাল দাসসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, গত ১২ই অক্টোবর থেকে আগামী ২রা নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যেকোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান। সেই সাথে নদীতে সরকারী আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।