ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
গোয়ালন্দে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে কারাদন্ড প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৮ ০০:২৯:০৬

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ী জেলার গোয়ালন্দে তিন জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটকদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল ১৭ই অক্টোবর বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব। এসময় তাদের কাছে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কলাবাগান এলাকায় গতকাল ১৭ই অক্টোবর দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে একটি টহল টিম মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মা ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা পদ্মা নদীতে মাছ ধরবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। এ সময় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ