ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
শহীদ শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপারের বাণী
  • জি. এম. আবুল কালাম আজাদ
  • ২০২৩-১০-১৮ ০০:৩২:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির পিতার স্মৃতি বিজরিত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সাথে হত্যা করা হয় শিশু রাসেলকেও। ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবন প্রদীপ।
 শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভ বুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু আছে তার স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও বাঙ্গালী জাতি রাসেলকে খুঁজে ফেরে। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।
 শহীদ শেখ রাসেল এঁর জন্মদিনে আমি সকলকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণের আহবান জানাই।
জয়বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
শুভ জন্মদিন, শেখ রাসেল।
(জি. এম. আবুল কালাম আজাদ)
পুলিশ সুপার, রাজবাড়ী।

 

নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ