ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে ধানক্ষেত থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ১২দিন পর রহস্য উদঘাটন॥ঘাতক গ্রেফতার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১০-১৮ ১৬:০০:৩৩

রাজবাড়ী জেলার কালুখালীতে ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ১২দিন পর রহস্য উদঘাটন করাসহ আব্দুর রহিম মন্ডল(৫৬) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
 বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে বাড়ী থেকে বের করে এনে শ^াসরোধে হত্যার পর তার মৃতদেহ ওই ধান ক্ষেতে ফেলে রাখে ঘাতক আঃ রহিম মন্ডল।
 গতকাল ১৮ই অক্টোবর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম।
 এর আগে গত ১৭ই অক্টোবর কালুখালী উপজেলার বড়ইচড়া এলাকা থেকে রহিম মন্ডলকে গ্রেফতার করা হয়। সে পাংশা উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মন্ডলের ছেলে।
 ওই নারীর নাম ফাহিমা(৪১)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের সেকেন ফকিরের মেয়ে।
 সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, রহিম মন্ডল ও ফাহিমা ৩বছর পূর্বে একই সঙ্গে কাতারে থাকতো। কাতারে থাকা অবস্থায় ফাহিমা রহিম মন্ডলের কাছ থেকে বাংলাদেশী টাকায় প্রায় ২লাখ ১০ হাজার টাকা ধার নেয়। রহিম ও ফাহিমা দেশে আসার পর তাদের মধ্যে যোগাযোগ ছিল। ফাহিমা পাওনা টাকা দিতে তাল-বাহানা করায় আঃ রহিম মন্ডল ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।
 এরপর রহিম মন্ডল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০শে অক্টোবর ফাহিমাকে ভাঙ্গা থেকে রাজবাড়ী এনে কালুখালীর সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদার বাড়ী এলাকার ধানক্ষেতে এনে পূর্ব পরিকল্পনা মোতাবেক ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং সকল আলামত গুলো সরিয়ে ফেলে।
 এরপর গত ৫ই অক্টোবর জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালুখালী উপজেলার কাওয়াখোলা এলাকায় ধান ক্ষেতের ভিতর থেকে অজ্ঞাত ওই মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 ওই সময়ে মৃতদেহটির পরিচয় সনাক্তের জন্য কোন ধরণের তথ্য উপাত্ত ছিলো না। তার পরিচয় জানতে স্থানীয়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ, মাইকিং, সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারনা চালানো সত্ত্বেও মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কালুখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত শুরু করে হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডের সাথে জড়িত রহিম মন্ডলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য ও সনাক্তমতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না, ভিকটিমের মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং ভিকটিমের ছবিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
 অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) রেজাউল করিম বলেন, গতকাল ১৮ই অক্টোবর রহিম মন্ডলকে আদালতে পাঠানো হয়।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ