রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূ রোজিনা বেগম (৪৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
গতকাল ১৮ই অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ২৪শে নভেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রাম থেকে নুরজাহান বেগম নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ বারেক শেখের স্ত্রী রোজিনা বেগমকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার করে। গ্রেফতারের পর রোজিনা বেগম আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে। আদালত দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।
রোজিনা বেগমের ছেলে তৌহিদুল ইসলাম বলেন, আমরা রাজবাড়ী জজ কোর্টের রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করব।
আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ মোঃ উজির আলী শেখ বলেন, আসামী রোজিনা বেগম ব্লেড দিয়ে তার শাশুড়ী নুরজাহান বেগমকে গলাকেটে হত্যা করে। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে রোজিনাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।