ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৯ ১৬:০৩:০২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গতকাল ১৯ শে অক্টোবর বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুনের সভাপতিত্বে এবং ব্যাটেলিয়ন সদস্য মোঃ মোফাজ্জেল হোসেনের উপস্থাপনায় ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেল এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা থানার ইন্সপেক্টর (তদন্ত) ইফতেখার আলম প্রধান বক্তব্য রাখেন।

কর্মকর্তারা পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন।

পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন জানান, পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পিসি, এপিসি, পুরুষ ও মহিলা আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনি গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ