আজ ২০শে অক্টোবর দুইদিনের সরকারী সফরে রাজবাড়ীতে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। গতকাল ১৯ অক্টোবর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যলয় থেকে তার এই সফর সূচী সম্পর্কে জানানো হয়।
রাজবাড়ী সফরকালীন সময়ে আজ ২০শে অক্টোবর সকালে তিনি ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় রাজবাড়ী জেলার মুক্তিযুদ্ধ যাদুঘর প্রকল্পের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। এরপর বিকাল সাড়ে ৩টায় তিনি রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৫টায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দূর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে রাজবাড়ীতে অবস্থান করবেন। আগামী ২১শে অক্টোবর সকালে তিনি রাজবাড়ী পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।