ফরিদপুর মেডিকেল কলেজ(ফমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া ৪দিন বয়সী একটি শিশুকে উদ্ধার ও চুরির ঘটনার সাথে জড়িত ২জন নারীকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ২১শে সেপ্টেম্বর ভোর রাতে ফমেক হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। বিষয়টি ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশকে অবহিত করা হলে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গতকালই সকাল ৯টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামের ইসমাইলের বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত নাজমা বেগম ও লাবনী নামে ২জনকে গ্রেফতার করে। তারা সম্পর্কে মা-মেয়ে।
জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার আকলিমা নামের এক প্রসূতি ৪দিন আগে ছেলে শিশুটি প্রসব করে।
অপরদিকে ঠেঙ্গামারী গ্রামের ইসমাইলের মেয়ে আন্না বেগম গত রবিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে একটি মৃত কন্যা শিশু প্রসব করে। পরে সুযোগ বুঝে আন্না বেগম ও তার মা নাজমা বেগম কৌশলে আকলিমার কোলে মৃত বাচ্চাটি রেখে তার জীবিত শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।