ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
দৌলতদিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-২০ ১৪:৫৪:০৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গত ১৯শে অক্টোবর বিকালে ২৯৬ পিস ইয়াবাসহ সাজু (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

 সে বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী গ্রামের সাইদুল ইসলামের ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত সাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর গতকাল ২০শে অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বের তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ