রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা, অতি দরিদ্র, খাদ্য বান্ধব কর্মসূচী, ভিডব্লিউবি এবং টিসিবিসহ অন্যান্য উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে অক্টোবর বিকালে বসন্তপুর ইউনিয়নের উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসন্তপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সভায় অন্যান্যের মধ্যে জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান মিয়া, সাবেক সভাপতি অধ্যাপক জিএম এ মান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বসন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুকুল হোসেন, মহিলা মেম্বার নার্গিস বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সঞ্চালনা করেন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান হাসিবুল।