ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-১০-২০ ১৪:৫৬:২৭

“আগামীর স্বপ্নের স্মার্ট সোনার বাংলাদেশ গড়তে ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে” বলে উল্লেখ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। গতকাল ২০শে অক্টোবর সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধনকালে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বালিয়াকান্দি উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম আরো বলেন, বিশ^ মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীনতা দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা যুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিলেন। সেই সময় তারা নিজেদের ত্যাগের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। সুতরাং আমি একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মনে করি আমাদের সকলেরই উচিত যার যার অবস্থান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সকল ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান প্রদান করা। আমাদের বর্তমান প্রজন্ম বীর মুক্তিযোদ্ধাদের জীবিত থাকার কারণে তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জানতে পারছে। কিন্তু ভবিষ্যতে যখন আর কোন মুক্তিযোদ্ধা জীবিত থাকবে না তখনকার ভবিষ্যত প্রজন্ম কিভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের চিনবে ও জানবে। সেই বিষয়টিকে মাথায় রেখেই আজকে রাজবাড়ীতে এই মুক্তিযোদ্ধা জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। যাতে এই জাদুঘরে আমাদের রাজবাড়ী জেলার সকল মুক্তিযোদ্ধাদের নামের তালিকাসহ তাদের ব্যবহৃত জিনিস সেটা যাই হোক, তাদের যুদ্ধের ইতিহাস, রাজবাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থান সমূহ, বদ্ধভূমিসহ জেলার মুক্তিযুদ্ধ কোথায় হয়েছিল সেগুলোর ছবিসহ ইতিহাস সংরক্ষণ করা হবে। যাতে এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবর্তমানে ভবিষ্যত প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে। এভাবে যদি উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই রকম যাদুঘর স্থাপন করা যায় তবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আরো বেশী সমৃদ্ধ হবে।

তিনি আরো বলেন, আমরা যারা সরকারী দায়িত্ব পালন করি তাদের সকলের উচিত নিজে থেকে বীর মুক্তিযোদ্ধারা কেমন আছেন বা তাদের কোন ধরণের সমস্যা আছে কিনা সেই খোঁজ-খবর নেওয়াসহ সাধারণ জনগনের সকল সুবিধা অসুবিধার বিষয়ে নিজে থেকে জানা। কারণ সরকার আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে সেই জন্যই নিয়োগ দিয়েছেন। তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং বীরমুক্তিযোদ্ধাসহ সকল জনগণকে ভালো রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও তিনি রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরীসহ যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের আশ^াস দেন।

উল্লেখ্য যে, ২ দিনের সফরের শুরুতে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম সকালে রাজবাড়ীতে এসে পৌছেলে জেলা প্রশাসক আবু কায়সার খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল তাকে স্বাগত জানান। 

এরপর তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা যাদুঘর উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা বীমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এরপর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে জেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ