ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ প্রদান করলেন মহিলা এমপি
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-২৪ ০০:৫৪:৫৬

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাহিদা অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য উপকরণ ও জরুরী ঔষধ প্রদান করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এমপি সালমা চৌধুরী রুমা।

 গত ২১শে অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে গিয়ে তিনি এই স্বাস্থ্য উপকরণ ও জরুরী ঔষধ হস্তান্তর করেন।

 গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রুহুল আমিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এমপি সালমা চৌধুরী রুমা গোয়ালন্দ উপজেলার সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কোন রকম অসুবিধা না হয় সেই দিকটি বিবেচনা করে তার ব্যক্তিগত তহবিল থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাহিদা অনুযায়ী ফ্যান, আইপিএস এবং অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় জরুরী ঔষধ প্রদান করেন।

 
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ