ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দৌলতদিয়ায় পুলিশের চেকপোস্টে ৩হাজার ইয়াবাসহ ২জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-২৬ ১৩:১৩:৫০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে গতকাল ২৫শে অক্টোবর দুপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে ৩হাজার পিস ইয়াবাসহ ২জন মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর রিয়াজ উদ্দিন মাতবর কান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী(৪০) ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর  গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী(২৮)। 

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গতকাল ২৫শে অক্টোবর দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশী করা হয়। এ সময় দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী বাসে যাত্রীবেশে থাকা উল্লেখিত ২জনকে ৩ হাজার পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯লক্ষ টাকা টাকা। 

 এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ