রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে গতকাল ২৫শে অক্টোবর দুপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে ৩হাজার পিস ইয়াবাসহ ২জন মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর রিয়াজ উদ্দিন মাতবর কান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী(৪০) ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী(২৮)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গতকাল ২৫শে অক্টোবর দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশী করা হয়। এ সময় দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী বাসে যাত্রীবেশে থাকা উল্লেখিত ২জনকে ৩ হাজার পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯লক্ষ টাকা টাকা।
এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।