ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
বালিয়াকান্দির জঙ্গল ইউপির গড়াই নদীতে নৌকা বাইচ
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-১০-৩১ ১৫:১৬:৫৫

নদী মাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর-বিজয়নগর গড়াই নদীতে গত ৩০শে অক্টোবর বিকেলে রিভারভিউ গড়াই ছাত্র সংসদের আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 

 নৌকা বাইচ প্রতিযোগিতায় ৩টি দল অংশগ্রহণ করে। বাইচের শুরুতেই দুইটি নৌকার সংঘর্ষ বাঁধলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রতিযোগিতা অসমাপ্ত রেখে পুরস্কার বিতরণ করা হলেও ময়ূরপঙ্খী নামের নৌকাটি পুরস্কার না নিয়ে চলে যায়। 

নৌকা বাইচ প্রতিযোগিতায় আল মদিনা নামের নৌকাটি প্রথম স্থান, ময়ূরপঙ্খী দ্বিতীয় ও তুফান তৃতীয় স্থান অধিকার করে।

 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস উপস্থিত ছিলেন। 

 গড়াই নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নৌকা বাইচ উপভোগ করেন। দ্বিতীয় স্থান অধিকারকারী ময়ূরপঙ্খী নৌকাটি পুরস্কার না নেওয়ায় ইউপি চেয়ারম্যান তাদের পুরস্কার পরিষদে নিয়ে যান।

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ