নদী মাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর-বিজয়নগর গড়াই নদীতে গত ৩০শে অক্টোবর বিকেলে রিভারভিউ গড়াই ছাত্র সংসদের আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ৩টি দল অংশগ্রহণ করে। বাইচের শুরুতেই দুইটি নৌকার সংঘর্ষ বাঁধলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রতিযোগিতা অসমাপ্ত রেখে পুরস্কার বিতরণ করা হলেও ময়ূরপঙ্খী নামের নৌকাটি পুরস্কার না নিয়ে চলে যায়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় আল মদিনা নামের নৌকাটি প্রথম স্থান, ময়ূরপঙ্খী দ্বিতীয় ও তুফান তৃতীয় স্থান অধিকার করে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস উপস্থিত ছিলেন।
গড়াই নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নৌকা বাইচ উপভোগ করেন। দ্বিতীয় স্থান অধিকারকারী ময়ূরপঙ্খী নৌকাটি পুরস্কার না নেওয়ায় ইউপি চেয়ারম্যান তাদের পুরস্কার পরিষদে নিয়ে যান।