ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীর বোয়ালিয়ায় ইউনিয়নে সরকারী মানবিক সহায়তাপ্রাপ্ত উপকার ভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা
  • ফজলুল হক
  • ২০২৩-১০-৩১ ১৬:২৪:৩০

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে সরকারের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৩১শে অক্টোবর বাংলাদেশ হাট ঈদগাহ মাঠে সকাল ১১টায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

 মতবিনিময় সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আঃ করিম মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য জামির হোসেন জয়সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, বোয়ালিয়া ইউনিয়নে যত রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে। চলমান উন্নয়নের ধারা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে এ দেশটাকে আদর্শ রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা রাখতে হবে। সকল বিভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে বাড়ী বাড়ী গিয়ে আপনারা নৌকা মার্কায় ভোট চাইবেন। আপনারা যাকে চাইবেন আগামীতে তারাই এই দেশে সরকার গঠন করবে। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ