ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
পাংশার বাবুপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-০২ ১৬:১২:২৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদে গতকাল ২রা নভেম্বর ১হাজার ২২জন সুবিধাভোগীর মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।

 পাংশার মেসার্স নাজির ট্রেডার্স সুবিধাভোগী কার্ডধারী ব্যক্তিদের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করে।

 জানা যায়, বাবুপাড়া ইউনিয়নে ১হাজার ২২জন টিসিবির সুবিধাভোগী রয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সময়ে ৪৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সোয়াবিন তেল বিক্রয় করা হয়। নিম্ন আয়ের মানুষ ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি হয়।

 বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার কার্যক্রমে সহযোগিতা করেন। টিসিবির ডিলার এসএম নাজির উদ্দিন জানান, ফ্যামিলি কার্ডধারীদের মাঝে সরকারী নির্ধারিত মূলে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১শ’ টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল বিক্রয় করা হয়।

 টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়কালে বাবুপাড়া ইউপির সচিব, গ্রাম পুলিশ সদস্য ও ডিলারসহ তার সহযোগী লোকজন উপস্থিত ছিলেন। তবে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এটিইও মোঃ আলমগীর হোসেন টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রমে অনুপস্থিত ছিলেন।

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ