বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচীর শেষ দিনে গতকাল ২রা নভেম্বর রাজবাড়ী-ফরিদপুর জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গণ পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে।
বিএনপি-জামায়াতের অবরোধ থাকাসত্বেও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল তেমন চোখে না পড়লেও ছোট যানবাহন ও মালবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের চালচল পূর্বের দুই দিনের তুলনায় অনেক বেশী ছিল। দূরপাল্লার বাস না থাকায় দৌলতদিয়া ঘাটের বাস টার্মিনালে থেকে কিছু যাত্রীবাহী লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও তা ছিল খুবই সামান্য। আর সেই কারণে অনেক যাত্রীকেই তাদের গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হয়।
সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত গোয়ালন্দ মোড়, দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়ক ঘুরে দেখা যায়, স্বল্প দূরত্বের যানবাহনগুলো চলছে স্বাভাবিক নিয়মে চলাচল করছে। সকাল থেকেই মহাসড়কে পুলিশ ও বিজিবির টহল থাকলেও যানবাহনের তেমন চাপ ছিল না। বেলা বাড়াও সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পায়।
সকাল থেকেই উপজেলা জুড়ে মহাসড়কে পুলিশ ও বিজিবি’র টহল ছিল। এমনকি সড়কে বিভিন্ন স্থানে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব অবস্থান। অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরও সড়কে দেখা যায়নি।
সাভার থেকে আসা মাদারীপুরে যাচ্ছেন হামিম খান। দৌলতদিয়া ফেরী ঘাটে বেলা ১১টার দিকে কথা হয় তার সাথে। তিনি বলেন, দুদিন ছুটি থাকায় গ্রামের বাড়িতে যাচ্ছি। সাভার থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে ছোট গাড়িতে আসছি। ভাড়াও বেশি লেগেছে। মনে মনে ভয় করছে কি হয়! লঞ্চে নদী পার হয়েছি এখন দেখি বাড়ি পর্যন্ত কোন গাড়িতে যাওয়া যায়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘অবরোধে জাতীয় মহাসড়কে যাতে কেউ কোনো নৈরাজ্য করতে না পারেন, সে জন্য সার্বক্ষণিক পুলিশ ও বিজিবির টহল রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সংঘাত ও সংঘর্ষের খবর নেই।
তিনি আরও বলেন, সড়কে চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাঁধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।