রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পদ্মার মোড় এলাকায় গতকাল ২রা নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে অবরোধকারীরা।
প্রতক্ষদর্শীর ভাষ্যমতে জানা যায়, হঠাৎ করেই অনেক লোকজন রাস্তায় এসে অবরোধ অবরোধ বলে শ্লোগান দিতে থাকে এর পর বিকট আওয়াজের শব্দ শুনতে পাই, কারা ছিল সেটা জানিনা তবে তারা টায়ার পুড়িয়ে ও সড়কে ইট ফেলে সড়ক অবরোধ করে রাখে কিছুক্ষন। খবর পেয়ে পুলিশ আসার আগেই ওই সব লোকজন পালিয়ে যায়।
এ ঘটনায় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মুজুমদার বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দন্ত করে দেখা হবে।
তিনি আরো বলেন, হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোকজন পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও সড়কে ইটপাটকেল রেখে অবরোধ সফল হক সফল হোক শ্লোগান দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি চকলেট বোমার আলামত উদ্ধার করা হয়। যারা এ ঘটনা ঘটিয়েছে সে সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।