রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আব্দুল জলিল জুট লিমিটেডের চেয়ারম্যান হাজী মোঃ রফিকুল ইসলাম মিয়া(৬৮) মারা গেছেন।
গত ২রা নভেম্বর সন্ধ্যা ৬টা মিনিটে রাজধানীর ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন মিয়া বাবু’র বড় ভাই।
জানা গেছে, গতকাল ৩রা নভেম্বর দুপুরে জামালপুর রেলওয়ে মাঠে নিহতের জানাযা অনুষ্ঠিত হয়ে। জানাযা নামাজে কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযা নামাজ শেষে জামালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানায়ার পূর্বে নিজের হাতে গড়া প্রতিষ্ঠান আব্দুল জলিল জুটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এরপর জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন মিয়া বাবু বলেন, কিডনীর সমস্যায় আমার বড় ভাই হাজী রফিকুল ইসলাম মিয়াকে গত সেপ্টেম্বর মাসে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে। সর্বশেষ গত মঙ্গলবার দ্বিতীয় দফায় লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকের পরামর্শে গত বৃহস্পতিবার পৌনে ৬টার দিকে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। সন্ধ্যা ৬টা ১মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী ও আব্দুল জলিল জুট লিমিটেডের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।