জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল ৩রা নভেম্বর এক শোক বার্তায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা জাসদের সাবেক সভাপতি তাপস ঘোষ গোবিন্দ(৬৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
অপর এক বিবৃতিতে, রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুনিরুল হক ও সাধারণ সম্পাদক আঃ লতিফ লাল, তাপস ঘোষের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
জাসদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে তাপস ঘোষ অমৃত্যু জাসদ রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা ও স্ত্রী ও অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল শুক্রবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক জাতীয় সংসদ সদস্য আঃ মতিন মিয়া তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন -প্রেস বিজ্ঞপ্তি।