রাজবাড়ী জেলার কালুখালী সরকারী কলেজের সরকারী নিয়োগ প্রক্রিয়ায় একযোগে ৫৪ জন শিক্ষক-কর্মচারী যোগদান করেছেন।
গতকাল ৫ই নভেম্বর সকাল ১০টায় কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবুল হোসেন রানার নিকট যোগদানপত্র দাখিল করেন নবাগত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
জানা গেছে, সরকার ঘোষিত ২০১৬ সালে উপজেলা সদরে একটি করে কলেজ জাতীয়করণের কার্যক্রম শুরু হয়। পরবর্তী ২০১৮ সালের ৮ই আগস্ট কালুখালী কলেজটি জাতীয়করণ হয়। দীর্ঘদিন পর বিভিন্ন কার্যক্রম শেষে গত ২রা নভেম্বর কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হিসেবে আবুল হোসেন নিয়োগ পেয়ে দায়িত্বপ্রাপ্ত হন।
শিক্ষক-কর্মচারীদের যোগদান অনুষ্ঠানের পূর্বে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনকে কলেজের শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কলেজটি জাতীয়করণ কার্যক্রম সম্পন্ন করতে কাগজপত্রাদি প্রস্তুত করার সহায়তা করায় প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জাতীয়করণ হওয়ায় সকল শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর ভাবে আনন্দ উল্লাস করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।