ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
কালুখালীতে ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন কর্মসূচী
  • ফজলুল হক
  • ২০২৩-১১-০৬ ১৪:৩৬:২৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় গতকাল ৬ই নভেম্বর সকালে ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজ দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। 

 মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম মোল্লা, মৃগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার, কালুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু নূর মোঃ ইমরাত আলী খান, কালুখালী বহুমূখী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ শিহাব উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল, মঈনুল ইসলাম হিমেল, আয়না আদর্শ একাডেমীর অধ্যক্ষ মোঃ রকিব উদ্দিন খান মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে কালুখালী জংশন স্টেশন মাষ্টারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে।

 মানববন্ধনে বক্তরা বলেন, গত ১লা নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে। রাজবাড়ী জেলার মধ্যে শুধুমাত্র রাজবাড়ী স্টেশনে স্টপেজের পাশাপাশি কালুখালী জংশনে স্টপেজ দেওয়ার জোর দাবী জানান।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ