ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশায় ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-০৭ ১৫:১৯:২৮

রাজবাড়ী জেলার পাংশা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ গত ২রা নভেম্বর রাতে পাংশা ফায়ার সার্ভিস স্টেশন ব্যাডমিন্টন কোটে অনুষ্ঠিত হয়েছে। সুজন এন্ড ফ্রেন্ডস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
 জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টায় টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। সর্বশেষ জাহিদ-তমাল বনাম ইমু-মামুন দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জাহিদ-তমাল জুটি চ্যাম্পিয়ন এবং ইমু-মামুন জুটি রানার্স আপ হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হোন ইশতিয়াক আজম ইমু। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রঞ্জু আহমেদ।
 রাত সাড়ে ১১টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সুজন এন্ড ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হক সুজন চ্যাম্পিয়ন জুটির এবং বিশেষ অতিথি পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মোঃ রয়েল আহমেদ রানার্স আপ জুটির হাতে পুরস্কার তুলে দেন। 
 এ সময় টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ, রনি আহমেদ ও শান্তসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ জানান, আগামীতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে। যেখানে জাতীয় পর্যায়ের খেলোয়াররা অংশগ্রহণ করবে। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 তিনি আরো বলেন, সুস্থ্য দেহ সুস্থ্য মন, খেলবো আমরা ব্যাডমিন্টন প্রতিপাদ্যকে ধারণ করে ব্যাডমিন্টন প্রেমী মানুষের মাঝে বিনোদনসহ মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রম অব্যাহত রাখা হবে। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ