ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদীর ভাঙ্গনের মুখে ২ ও ৩নং ফেরী ঘাট এলাকা
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৯-২৩ ১৫:৩৫:৫৮
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজীর পাড়ার ২ ও ৩নং ফেরী ঘাট এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। এতে ফেরী ঘাট ২টি হুমকীর মধ্যে রয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজীর পাড়ার ২ ও ৩নং ফেরী ঘাট এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। এতে ফেরী ঘাট ২টি হুমকীর মধ্যে রয়েছে। 
  ২নং ফেরী ঘাট এলাকার বাসিন্দা জরিনা খাতুন বলেন, যেভাবে পদ্মার ভাঙ্গন শুরু হয়েছে তাতে মনে হচ্ছে বাড়ী-ঘরের সব কিছু পানিতে তলিয়ে যাবে। 
   ৩নং ফেরী ঘাট এলাকার বাসিন্দা জমির আলী বলেন, বছর খানেক আগে এ এলাকায় এসে বাড়ী করেছিলাম। কিন্ত এখানেও ভাঙ্গন শুরু হয়েছে। এখন বউ-বাচ্চা নিয়ে কোথায় যাবো বুঝে উঠতে পারছি না। 
  স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ২ ও ৩ নং ফেরী ঘাট এলাকার প্রায় ২শত পরিবার নদী ভাঙ্গনের ঝুঁকির মধ্যে রয়েছে। 
  এখানে ভাঙন ঠেকাতে সড়কের মাথায় ইটের আদলা ভর্তি বস্তা এবং বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা বিলীন হয়েছে। ঘাটের এক পাশে বড় বড় কার্গো জাহাজ হতে পণ্য নামাতে দেখা যায়। বলগেটগুলোর ঘর্ষণে তলদেশের জিও ব্যাগ ক্ষতিগ্রস্থ হয়ে ঘাটটিতে ভাঙন দেখা দিয়েছে বলে অনেকেই অভিযোগ করেন।
  বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান জানান, বলেন, দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় নতুন করে ২শ মিটার এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ঠেকানো না গেলে একাধিক ফেরী ঘাট নদীতে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ