ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ার্কশপ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১১-০৮ ১৭:০২:৩০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিতকরণের লক্ষ্যে মুক্তি মহিলা সমিতি আয়োজনে গতকাল ৮ই নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডভোকেসি ইস্যু শেয়ারিং ওয়ার্কশপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ও গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কর্মজীবী কল্যাণ সংস্থার  (কেকেএস) নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমেদ, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা বেগম ও যৌনপল্লীর নারী নেত্রী মনি বেগম উপস্থিত ছিলেন।

 কর্মশালায় দৌলতদিয়ার বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)-এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন দৌলতদিয়ার বেসরকারী মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মনজু। 

 আয়োজিত কর্মশালায় রাজবাড়ী জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 স্বাগত বক্তব্যে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, আমি এই পল্লীরই একজন সাধারণ বাসিন্দা ছিলাম। সেখান থেকে সংগ্রাম করে আলোকিত জীবনে ফিরে এসেছি। অর্জন করেছি জাতীয় জয়িতা পুরস্কার। আমি চাই এখানকার আর একটি শিশু ও যেন পল্লীর অন্ধ গলিতে হারিয়ে না যায়। সে জন্য কয়েকটি দাতা সংস্থার মাধ্যমে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছি। কিন্তু সেগুলো সবই সাময়িক। তাছাড়া দিন শেষে শিশুদেরকে পল্লীর ভেতরে তাদের মায়েদের কাছেই খারাপ ঝুঁকিপূর্ণ পরিবেশে ফিরে যেতে হয়। কিছুটা আবাসন ব্যবস্থা থাকলেও তা খুবই সীমিত। সেজন্য তাদের জন্য অনেক ভালো ভালো পদক্ষেপ নেয়া হলেও কাঙ্খিত ফলাফল মিলছে না।

 অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা কাউকেই পিছনে ফেলে আগাতে চাই না। হোক সেটা পূর্বপাড়ার(যৌনপল্লীর) কোন অসহায় নারী বা শিশু। ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন সেখানকার নারী ও শিশুদের কল্যানার্থে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে। যার সুফল তারা পাচ্ছে। শিশুদের নিরাপদ আবাসন, উপার্জনে অক্ষম বয়স্ক নারীদের নানামুখী সেবা, বিকল্প কর্মসংস্থান সহ অন্যান্য বিষয় নিয়ে তারা দ্রুতই কার্যকর পদক্ষেপ নিতে চান। এর জন্য করনীয় ঠিক করতে উপজেলা পর্যায়ে শীঘ্রই সংশ্লিষ্ট সব বিভাগকে নিয়ে বসে কর্মপরিকল্পনা ঠিক করা হবে। 

 উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে বর্তমানে প্রায় ৫ শতাধিক শিশু নিরাপদ আবাসন সংকট ঝুঁকিতে বেড়ে উঠছে। সেখানে অপ্রাপ্ত বয়সে যৌন পেশায় লিপ্ত, মাদকাসক্ত, শারিরীক ও মানসিক নির্যাতনসহ সর্বদা নানা ধরণের প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠছে। এ অবস্থা থেকে তাদের সুরক্ষা, শিক্ষা ও স্বাভাবিক বিকাশের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। 

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ