ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নে সাধুখালীতে ৩দিনের নামযজ্ঞানুষ্ঠান শুরু
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-০৯ ১৬:২৮:২৪

বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে গতকাল ৯ই নভেম্বর ভোরে সাধুখালী স্বর্গীয় ননী গোপাল রায়ের বাড়ীতে তিন দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। 
 নামযজ্ঞানুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন শ্রী 'কৃষ্ণভক্ত সম্প্রদায়(খুলনা), শ্রী জয়গুরু সনাতন সম্প্রদায়(ফরিদপুর), শ্রী শচীনন্দন সম্প্রদায়(কুষ্টিয়া), শ্রী আদিরামকৃষ্ণ সম্প্রদায়(বাগেরহাট), শ্রী দিপুশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী চন্দ্রাবলী সম্প্রদায়(রাজবাড়ী)।
 গতকাল ৯ই নভেম্বর ভোর থেকে শুরু হওয়া নামযজ্ঞানুষ্ঠান শেষ হবে আগামী রবিবার ১২ই নভেম্বর ভোরে চলবে।  
 নামযজ্ঞানুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকা রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সিনিয়র কনসালটেন্ট ডাঃ অপূর্ব রায় বলেন, বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকা ও জাতির মঙ্গলার্থে আমাদের এই আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে নামযজ্ঞানুষ্ঠানের দল এসেছে। ভক্তবৃন্দরা নামযজ্ঞ শুনে দিন ও রাতব্যাপী প্রসাদ পাবেন।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ