ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ীতে পিতা আমীর আলীকে হত্যার দায়ে পুত্র রকিবুলের যাবজ্জীবন কারাদন্ড
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৯-২৩ ১৫:৪১:২০

রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মাসুদ করিম গতকাল ২৩শে অক্টোবর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউপির মধ্য কাজীপাড়া গ্রামে পাষন্ড পুত্র রকিবুল ফকির কর্তৃক পিতা আমীর আলী (৬০)কে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে পুত্র রকিবুল ফকির (৩৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। 
  সাজাপ্রাপ্ত রকিবুল ফকিকের বাড়ী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। 
  মামলা সূত্রে জানা গেছে, মাজবাড়ী ইউপির মাজবাড়ী মধ্যকাজী পাড়া গ্রামের কৃষক পিতা আমীর আলীর সাথে তার বড় পুত্র মোঃ রকিবুল ফকিরের মধ্যে মাঝে মধ্যেই বাড়ীতে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ই জুন বিকেল সাড়ে ৫টার দিকে পুত্র রকিবুল ফকির শ্রমিকের কাজ শেষে বাড়ীতে ফেরার পথে ভটো কাজীর বাড়ীর পাশে রাস্তার উপর কোদাল হাতে করে আসার সময় পিতা চুলা কাটার বিষয় নিয়ে পুত্রের সাথে কথা কাটাকাটি করে পুত্রকে থাপ্পর মেরে দেয়। তখন পুত্র রফিকুল রাগান্বিত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে পিতার মাথায় এলাপাথারীভাবে কুপিয়ে হত্যা করে রাস্তার উপরে ফেলে রাখে। তখন লোকজন হত্যাকারী পাষন্ড পুত্র রকিবুলকে আটক করে। এ ঘটনার পর দিন ১৮ই জুন নিহত আমির ফকিরের ভাই ছানু ফকির বাদী হয়ে রকিবুলের বিরুদ্ধে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 
  থানা পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। বিজ্ঞ বিচারক মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ পূর্বক আসামীকে দোষী সাব্যস্ত করে উক্ত রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি আবু বকর মামলাটি পরিচালনা করেন।

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ